1 ভারতের সংবিধান Residuary Power ন্যস্ত করেছে –
[A] রাজ্যসভার ওপর
[B] কেন্দ্রীয় আইনসভার ওপর
[C] রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে
[D] ওপরের কোনোটির ওপর নয়
ANS :
2 লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার আগে পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে তাঁর পদত্যাগ পত্র প্রেরণ করবেন ?
[A] প্রধানমন্ত্রী
[B] লোকসভার সেক্রেটারি-জেনারেল
[C] উপরাষ্ট্রপতি
[D] লোকসভার ডেপুটি স্পিকার
ANS :
3 UPSC গঠনের কথা উল্লিখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে ?
[A] আর্টিকল ৩১৫
[B] আর্টিকল ৩০০
[C] আর্টিকল ৩১৯
[D] আর্টিকল ৩৪৩
ANS :
4 পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন ?
[A] লোকসভা
[B] রাজ্যসভা
[C] বিধানসভা
[D] বিধান পরিষদ
ANS :
5 কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা আনতে হলে প্রস্তাবটিতে লোকসভার কমপক্ষে কত জনের সমর্থন থাকতে হবে ?
[A] ৫০ জনের সমর্থন থাকতে হবে
[B] ৫৫ জনের সমর্থন থাকতে হবে
[C] ১০০ জনের সমর্থন থাকতে হবে
[D] এক-তৃতীয়াংশের সমর্থন থাকতে হবে @ANS @৫০ জনের সমর্থন থাকতে হবে
ANS :
6 নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত ব্যাখ্যা করে ?
[A] যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা নেই
[B] প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়নি
[C] পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম এর অভাব
[D] অকেজো পার্লামেন্ট
ANS :
7 সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ?
[A] ১ বছর
[B] ২ মাস
[C] ৩ মাস
[D] ৬ মাস
ANS :
8 নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত ?
[A] শিক্ষা
[B] অরণ্য
[C] কৃষি
[D] পুলিশ প্রশাসন
ANS :
9 ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে ?
[A] পাঞ্জাব
[B] হিমাচল প্রদেশ
[C] কেরালা
[D] কর্ণাটক
ANS :
10 উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যদি রাষ্ট্রপতি ?
[A] পদত্যাগ করেন
[B] অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন
[C] মারা যান
[D] উপরোক্ত সবকটি ক্ষেত্রে
ANS :